এআই অলিম্পিয়াড ২০২৫ এর প্রস্তুতি ও পদকজয়ীদের অভিজ্ঞতা
Bangladesh Open Source Network (BdOSN) Level 12, 758 Satmasjid Road, Dhaka 1209, Dhakaবাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে শেখা ও প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চ "বাংলাদেশ এআই অলিম্পিয়াড (BDAIO)"। অনূর্ধ্ব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই অলিম্পিয়াড বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এআই অলিম্পিয়াডের মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের দক্ষতা উন্নত করা। এআই-এর প্রতি কৌতূহল জাগিয়ে তোলা, বাস্তব জীবনের সমস্যার সমাধান করার ক্ষমতা তৈরি করা এবং ভবিষ্যতের এআই গবেষক ও উদ্ভাবকদের অনুপ্রাণিত করাই এই অলিম্পিয়াডের অন্যতম উদ্দেশ্য।