
Last Day of Payment:
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)

বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫
২য় বারের মত শুরু হতে যাচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (BdAIO)। বাংলাদেশে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণী বা সমমান (পলিটেকনিক ৪র্থ পর্ব পর্যন্ত) পর্যায়ের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রোগ্রামিং দক্ষতা (Python) এবং এআই জ্ঞান প্রদর্শন করতে পারবে, এবং সেরা প্রতিযোগীরা আন্তর্জাতিক মঞ্চে (IOAI) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে!
এবারের BdAIO ২০২৫ অনুষ্ঠিত হবে একাধিক ধাপে। প্রাথমিক বাছাই পর্ব থেকে জাতীয় পর্ব পর্যন্ত প্রতিটি ধাপে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান পরীক্ষা করার সুযোগ পাবে এবং বাছাইকৃত শিক্ষার্থীরা পরবর্তি ধাপে উত্তীর্ণ হবে। এছাড়াও, এই বছর থেকে শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় উৎসাহী করার জন্য এবং পরবর্তী অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি শুরু করার লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা যুক্ত করা হচ্ছে।
কারা অংশ নিতে পারবে?
সাধারণ শিক্ষা বোর্ড – এইচএসসি ২০২৫ পরীক্ষার্থী পর্যন্ত
মাদরাসা শিক্ষা বোর্ড – আলিম ২০২৫ পরিক্ষার্থী পর্যন্ত
কারিগরি শিক্ষাবোর্ড – পলিটেকনিক ৪র্থ সেমিস্টার পর্যন্ত
ব্রিটিশ কারিকুলাম – ২০২৫ সালের A2 পরিক্ষার্থী পর্যন্ত
দক্ষতা?
পাইথন প্রোগ্রামিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর সাধারণ জ্ঞান থাকলেই যথেষ্ট।
কেন অংশ নেবে?
দক্ষতা বৃদ্ধি: পাইথন ও এআই শিখে ভবিষ্যতের জন্য প্রস্তুত হও।
পুরস্কার: প্রতিটি ধাপে বিজয়ীদের জন্য থাকছে সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার।
আন্তর্জাতিক সুযোগ: জাতীয় পর্যায়ের বিজয়ীদের থেকে বাছাই করা দল IOAI-তে বিশ্ব মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে।
কীভাবে প্রস্তুতি নেবে?
পাইথন প্রবলেম-সলভিংয়ের জন্য toph.co-তে প্র্যাকটিস করো।
বিস্তারিত তথ্য ও সাহায্যের জন্য bdaio.org/faq/ দেখো।
নিবন্ধন শুরু ও শেষ
শুরু: ৩০ মার্চ ২০২৫
শেষ: ২০ এপ্রিল ২০২৫
কীভাবে নিবন্ধন করবে?
আমাদের ওয়েবসাইট https://online.bdaio.org/registration থেকে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় মেশিন লার্নিং এবং প্রবলেম সলভিং এর অপশনটি বাছাই করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা বিকাশের মাধ্যমে দিতে হবে।
বি.দ্রঃ একজন প্রতিযোগী কুইজ অথবা মেশিন লার্নিং এবং প্রবলেম সলভিং এর যেকোনো একটি বাছাই করতে পারবে।
প্রাথমিক বাছাই পর্ব:
পাইথন প্রবলেম-সলভিং প্রতিযোগিতা
তারিখ: ২/৩ মে ২০২৫
প্ল্যাটফর্ম: toph.co
এখানে শিক্ষার্থীদেরকে পাইথন দিয়ে প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে হবে।
জাতীয় প্রতিযোগিতা:
মেশিন লার্নিং প্রতিযোগিতা
তারিখ: ১৭ মে ২০২৫
ভেনু: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)
এখানে শিক্ষার্থীদেরকে পাইথন দিয়ে প্রবলেম-সলভিং এর পাশাপাশি ডেটা সায়েন্স এর দক্ষতা ও প্রদর্শন করতে হবে।
জাতীয় প্রতিযোগিতা থেকে সেরা প্রতিযোগীদের নিয়ে দল গঠন করা হবে যারা আন্তর্জাতিক অলিম্পিয়াডে (IOAI) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
যোগাযোগ: bdaio.org | ইমেইল: info@bdaio.org
বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা ২০২৫
কারা অংশ নিতে পারবে?
সাধারণ শিক্ষা বোর্ড – এইচএসসি ২০২৫ পরীক্ষার্থী পর্যন্ত
মাদরাসা শিক্ষা বোর্ড – আলিম ২০২৫ পরিক্ষার্থী পর্যন্ত
কারিগরি শিক্ষাবোর্ড – পলিটেকনিক ৪র্থ সেমিস্টার পর্যন্ত
ব্রিটিশ কারিকুলাম – ২০২৫ সালের A2 পরিক্ষার্থী পর্যন্ত
দক্ষতা?
পাইথন প্রোগ্রামিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর সাধারণ জ্ঞান থাকলেই যথেষ্ট। কুইজে প্রতিযোগিতায় অংশ নিতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
কেন অংশ নেবে?
দক্ষতা বৃদ্ধি: পাইথন ও এআই শিখে ভবিষ্যতের জন্য প্রস্তুত হও।
পুরস্কার: প্রতিটি ধাপে বিজয়ীদের জন্য থাকছে সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার।
কীভাবে প্রস্তুতি নেবে?
প্রোগ্রামিং ও এআই-এর বেসিক ধারণা (যেমন, মেশিন লার্নিং কী?) পড়ে কুইজের জন্য প্রস্তুত হও।
বিস্তারিত তথ্য ও সাহায্যের জন্য bdaio.org/faq/ দেখ।
নিবন্ধন শুরু ও শেষ
শুরু: ৩০ মার্চ ২০২৫
শেষ: ২০ এপ্রিল ২০২৫
কীভাবে নিবন্ধন করবে?
আমাদের ওয়েবসাইট https://online.bdaio.org/registration থেকে ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় কুইজ অপশনটি বাছাই করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা বিকাশের মাধ্যমে দিতে হবে।
বি.দ্রঃ একজন প্রতিযোগী কুইজ অথবা মেশিন লার্নিং এবং প্রবলেম সলভিং এর যেকোনো একটি বাছাই করতে পারবে।
প্রাথমিক বাছাই পর্ব:
অনলাইন কুইজ প্রতিযোগিতা
তারিখ: ১০ মে ২০২৫
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও প্রোগ্রামিংয়ের মৌলিক জ্ঞানের উপর MCQ কুইজ প্রতিযোগিতা হবে। বাছাই কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতা
তারিখ: ১৭ মে ২০২৫
ভেনু: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও প্রোগ্রামিংয়ের মৌলিক জ্ঞানের উপর MCQ ও শূন্যস্থান পূরণ কুইজ পরীক্ষা হবে।
কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য অনলাইনে/অফলাইনে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
যোগাযোগ: bdaio.org | ইমেইল: info@bdaio.org