Loading Events

« All Events

  • This event has passed.

এআই অলিম্পিয়াড ২০২৫ এর প্রস্তুতি ও পদকজয়ীদের অভিজ্ঞতা

March 7 @ 3:00 pm - 4:30 pm

বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে শেখা ও প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চ “বাংলাদেশ এআই অলিম্পিয়াড (BDAIO)“। অনূর্ধ্ব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই অলিম্পিয়াড বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এআই অলিম্পিয়াডের মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের দক্ষতা উন্নত করা। এআই-এর প্রতি কৌতূহল জাগিয়ে তোলা, বাস্তব জীবনের সমস্যার সমাধান করার ক্ষমতা তৈরি করা এবং ভবিষ্যতের এআই গবেষক ও উদ্ভাবকদের অনুপ্রাণিত করাই এই অলিম্পিয়াডের অন্যতম উদ্দেশ্য।

এরই ধারাবাহিকতায় আগামী ৭ মার্চ, শুক্রবার আয়োজন করা হচ্ছে “এআই অলিম্পিয়াড ২০২৫ এর প্রস্তুতি ও পদকজয়ীদের অভিজ্ঞতা” ।

এআই অলিম্পিয়াডে অংশ নিতে চাইলে তোমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? সফল প্রতিযোগীদের অভিজ্ঞতা কেমন ছিল? আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার অভিজ্ঞতা কেমন? এসব প্রশ্নের উত্তর দিতেই আমরা তোমাদের জন্য এই  বিশেষ কর্মশালা আয়োজন করছি।

এই কর্মশালায় থাকবে বাংলাদেশ এআই অলিম্পিয়াডে পূর্বের পদকজয়ী প্রতিযোগীদের সাথে বাস্তব অভিজ্ঞতা, তাদের প্রস্তুতির কৌশল এবং এআই অলিম্পিয়াড ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচন। কর্মশালার উপস্থিত থাকবে গত বছর আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে রৌপ্যজয়ী নটরডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান এবং ব্রোঞ্জজয়ী একাডেমিয়ার শিক্ষার্থী রাফিদ আহমেদ। তারা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে নিজেদের অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরবেন ও আসন্ন এআই অলিম্পিয়াড ২০২৫ এর প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দিবেন।

কর্মশালায় আর যা যা থাকবে:

  • বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৫ সম্পর্কে বিশদ আলোচনা
  • এআই অলিম্পিয়াডে অংশগ্রহণের নিয়ম, ধাপ ও প্রস্তুতির কৌশল
  • আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল
  • প্রশ্নোত্তর পর্ব

আয়োজনের সময় ও স্থান:

  • তারিখ: ৭ মার্চ, শুক্রবার, ২০২৫
  • সময়: বিকাল ৩ টা থেকে ৪.৩০
  • স্থান: লেভেল ১২, গ্রীন সিটি সেন্টার (আবাহনী মাঠের বিপরীত পাশে), ধানমণ্ডি, ঢাকা

রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/dT6yr3QW2EB1nhGG6

Details

Date:
March 7
Time:
3:00 pm - 4:30 pm

Organizer

BdAIO
View Organizer Website

Venue

Bangladesh Open Source Network (BdOSN)
Level 12, 758 Satmasjid Road, Dhaka 1209
Dhaka, Dhaka 1215 Bangladesh
+ Google Map
View Venue Website