হাতে-কলমে কাগল পরিচিতি: তৈরি করো তোমার প্রথম মেশিন লার্নিং মডেল
তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
সময়: রাত ৮:৩০
সেশন পরিচালনায়:
হুমায়ূন কবীর
একাডেমিক কোঅর্ডিনেটর, বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড
পিএইচডি শিক্ষার্থী, মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি (এমআইপিটি)
এই সেশন হাতে-কলমে কাগল (Kaggle) প্ল্যাটফর্মের সাথে পরিচিত করানো হবে এবং তোমাদের প্রথম মেশিন লার্নিং মডেল তৈরি করা ধাপে ধাপে দেখানো হবে।
আলোচ্য বিষয়:
* ক্যাগল ডাটাসেট, নোটবুক, কম্পিটিশন পরিচিতি ও ব্যবহার।
* মেশিন লার্নিং মডেল তৈরীর প্রয়োজনীয় পাইথন লাইব্রেরির সংক্ষিপ্ত পরিচিতি ও ব্যবহার।
* scikit-learn ব্যবহার করে মেশিন লার্নিং মডেল তৈরী।
* ক্যাগল কম্পিটিশনে অংশগ্রহণ ও সমাধান সাবমিশন।
সেশনটি শুধুমাত্র বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের (BdAIO) বয়সসীমার শিক্ষার্থীদের (স্কুল ও কলেজ শিক্ষার্থী) জন্য। যোগ দিতে নিচের ফর্মটি পূরণ করুন।