
- This event has passed.
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড এর পদকজয়ীদের সাফল্য ও অভিজ্ঞতার গল্প

বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শেখা এবং প্রতিযোগিতার সবচেয়ে বড় মঞ্চ বাংলাদেশ এআই অলিম্পিয়াড (BDAIO)। অনূর্ধ্ব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই অলিম্পিয়াড বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এআই অলিম্পিয়াডের মূল লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং তাদের দক্ষতা উন্নত করা। এআই-এর প্রতি কৌতূহল জাগিয়ে তোলা, বাস্তব জীবনের সমস্যার সমাধান করার ক্ষমতা তৈরি করা এবং ভবিষ্যতের এআই গবেষক ও উদ্ভাবকদের অনুপ্রাণিত করাই এই অলিম্পিয়াডের অন্যতম উদ্দেশ্য।
এরই ধারাবাহিকতায় আগামী ১৪ মার্চ, শুক্রবার অনলাইনে আয়োজন করা হবে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড এর পদকজয়ীদের সাফল্য ও অভিজ্ঞতার গল্প নামক একটি বিশেষ অনলাইন কর্মশালা।
এই কর্মশালায় অংশ নিয়ে তোমরা জানতে পারবে:
- * এআই অলিম্পিয়াডে অংশ নিতে প্রস্তুতি কেমন হওয়া উচিত?
- * সফল প্রতিযোগীদের অভিজ্ঞতা কেমন ছিল?
- * আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার চ্যালেঞ্জগুলো কী এবং কীভাবে মোকাবিলা করা যায়?
কর্মশালার সময় ও স্থান:
- * তারিখ: ১৪ মার্চ, শুক্রবার, ২০২৫
- * সময়: বিকাল ৩ টা
- * স্থান: অনলাইন (Zoom)
অংশগ্রহণ করার জন্য ফর্মটি পূরণ কর: https://forms.gle/9UuuoG8wGPyDWnXi7