বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ মে ২০২৪।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইন্সটিটিউটে (মোকাররম ভবনে, দোয়েল চত্বরের কাছে) দিনব্যাপী আয়োজিত হতে যাওয়া এই অনসাইট কন্টেস্টে সারাদেশ থেকে নির্বাচিত সেরা শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সকাল ৯ টায় শুরু হবে রেজিস্ট্রেশন। তাই অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হতে বলা হচ্ছে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা জাতীয় পর্বের কন্টেস্ট চলবে। এরপর দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত দুপুরের খাবারের বিরতি থাকবে। প্রতিযোগীদের দুপুরের খাবার অলিম্পিয়াড কর্তৃপক্ষ সরবরাহ করবে। এরপর বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত একটি বিশেষ সাংস্কৃতিক আয়োজন থাকবে। বিকাল ৪ টার পর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে।
বিডিওএসএনের আয়োজনে প্রথমবারের মত আয়োজিত বাংলাদেশ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডটি পাওয়ারড বাই রিভ চ্যাট। গোল্ড স্পন্সর হিসেবে ব্রেইন স্টেশন ২৩, এআই ইনোভেশন পার্টনার হিসেবে ই-জেনারেশন, সিলভার স্পন্সর হিসেবে ইনটেলিজেন্ট মেশিন্স, স্ট্রাটেজিক পার্টনার হিসেবে এটুআই, এসোসিয়েট পার্টনার প্রথম আলো, এনএলপি পার্টনার গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে আছেন কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। সহযোগিতায় ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, বাইটস ফর অল, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, জেআরসি বোর্ড,ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড- বাংলাদেশ, বাংলার ম্যাথ এবং স্ক্র্যাচ বাংলাদেশ।
সকল প্রতিযোগীদের জন্য রইল শুভকামনা।